ছবি সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রংপুর বিভাগ। এই জয়ের নায়ক ছিলেন যুব দলের ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন।
ছবি সংগৃহীত
রবিবার (১৯ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত ফাইনালে সিলেট বিভাগ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওয়াসিফ আকবর। তিনি ৪১ বলে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি ব্যাট হাতে ব্যর্থ হয়ে গোল্ডেন ডাক মেরে আউট হন। তবে বল হাতে তিনি সফল ছিলেন, ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। তবুও তার প্রচেষ্টা সিলেটের অধিনায়কের জন্য কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর শুরুতেই একটি উইকেট হারালেও, আব্দুল্লাহ আল মামুনের দারুণ ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে। তিনি ৫৯ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন। তার ইনিংসের ওপর ভর করে রংপুর ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। নবীনও ৩০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, টুর্নামেন্টের মূল পর্ব ১৬ জানুয়ারি ঢাকায় শুরু হয়। এতে ১০টি বিভাগীয় দল এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দল অংশ নেয়। সেখান থেকে রংপুর ও সিলেট ফাইনালে ওঠে। ফাইনালে সিলেটকে হারিয়ে রংপুর অবশেষে চ্যাম্পিয়নের মুকুট পরে।
All Lense 24 News.
Post a Comment